ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেলফিতে মজেছেন পোপ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
সেলফিতে মজেছেন পোপ! ছবি: সংগৃহীত

ঢাকা: পাঁচ দিনের দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস।

সিউলের গোয়াংওয়ামুন স্কোয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের এক সমাবেশে যোগ দিয়ে শান্তির লক্ষ্যে দুই কোরিয়াকে সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি।



এই সমাবেশ যোগদানের ফাঁকে অনুরাগীদের সঙ্গে সেলফিতে মজে থাকতে দেখা গেছে ক্যাথলিক খ্রিস্টান ধর্মের প্রধান যাজককে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, সেমিনারে অংশ নিয়ে কয়েকজন তরুণ ভক্তের সঙ্গে হাসিমুখে সেলফির জন্য পোজ দিচ্ছেন পোপ।

কোনো ছবিতে আবার হাস্যোজ্জল পোপকে নিয়ে একক সেলফিতে তুলতেও দেখা যায় অপর এক অনুরাগীকে।

অবশ্য, এবারই প্রথম সেলফিতে অংশ নেননি পোপ। এর আগে ভ্যাটিকানের রাজপ্রাসাদের সামনে সেন্ট পিটার্স স্কয়ারে বড় দিনের ভাষণের ফাঁকে ভক্তদের সঙ্গে সেলফি উৎসব করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।