ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় ৭০০ উপজাতিকে মৃত্যুদণ্ড দিয়েছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
সিরিয়ায় ৭০০ উপজাতিকে মৃত্যুদণ্ড দিয়েছে আইএস ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধে সাত শতাধিক উপজাতিকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংস্থা।

শনিবার সিরিয়ায় নিযুক্ত মানবাধিকার সংস্থা এসওএইচআর জানায়, দেশটির দেইর আল জোর প্রদেশের আল শেইতাত উপজাতি অধ্যুষিত কয়েকটি গ্রামে এ হত্যাকাণ্ড চালায় আইএস।



এসওএইচআর’র পর্যবেক্ষক রামি আবদেল রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম‍গুলোকে বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রায় সবাই আল শেইতাত উপজাতিভুক্ত। অনেককেই আটক করে দোষী সাব্যস্ত করে হত্যা করা হয়েছে।

গত জুলাইয়ে ওই অঞ্চলে দু‘টি তেল খনির দখল নিয়ে আল শেইতাত উপজাতির সঙ্গে আইএসের জঙ্গিদের দ্বন্দ্ব শুরু হয়। এরপর থেকেই সেখানে হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনটি।  

এদিকে এক ভিডিও বার্তায় উপজাতীয়দের যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আল শেইতাত প্রধান শেখ রাফা আকলা আল রাজু।

ভিডিও বার্তায় অন্য উপজাতিভুক্ত লোকদেরও আইএস প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলকে আমাদের সঙ্গে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আগামীতে অন্য উপজাতিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪/আপডেট ০৯০১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।