ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে বন্যা-ভূমিধসে ২৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
উত্তরাখণ্ডে বন্যা-ভূমিধসে ২৭ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তরাঞ্চলের নেপাল সীমান্তবর্তী পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ, নিখোঁজ রয়েছে আরও অনেকে।



গত ৪৮ ঘণ্টায় এই প্রাকৃতিক দুর্যোগ জনজীবনের ওপর এমন বিপর্যয় ডেকে এনেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, এখন পর্যন্ত রাজ্যের পুরি গড়বাল জেলায় ১৫ জন, দেহরাদুনে সাতজন, পিথোরাগড় জেলায় চারজন এবং হরিদা জেলায় একজনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। বেশিরভাগ প্রাণহানিই ভূমিধস, বজ্রপাত ও বাড়ি-ঘর ধসে পড়ার কারণে ঘটেছে।

খবরে আরও বলা হয়, গঙ্গা নদীসহ (পদ্মা) প্রায় সবগুলো প্রধান নদীর পানিই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলের প্রায় ৪৫০টি বসত বাড়ি বন্যার পানিতে ভেসে গেছে।

রাজ্য সরকার জানায়, স্থানীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এসডিআরএফ) সঙ্গে উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সচিব ভাস্কর আনন্দ জানান, উদ্ধারকার্যে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত ১২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে, বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সাধারণ মানুষকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।