ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্বামীর সংসর্গ নিতে বান্ধবীকে জবরদস্তি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
স্বামীর সংসর্গ নিতে বান্ধবীকে জবরদস্তি!

ঢাকা: একের পর এক সব ন্যাক্কারজনক উদ্ভট কাণ্ড ঘটে চলেছে ভারতে। সবশেষে যোগ হলো নিজের স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য বান্ধবীকে এক নারীর জোরজবরদস্তি করার ঘটনা।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিযেছে, ব্যাঙ্গালুরুতে নিজের উপস্থিতিতেই নিজেরই স্বামীর সঙ্গে প্রতিবেশী এক বান্ধবীকে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেছেন এক নারী। এ অভিযোগ ওঠার পর ওই দুই স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভিকটিম ও অপরাধী দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলছিলেন। দু’জনই একে অপরের বাড়িতে আসা যাওয়া করতেন।

পুলিশ আরও জানায়, গত মাসে অপরাধীর বাড়িতে বেড়াতে এলে ওই নারী তার বান্ধবীকে নিজের স্বামীর সঙ্গে জৈবিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেন। তিনি ভিকটিমকে হুমকি দেন, তার স্বামীর সঙ্গে সংসর্গে না গেলে তিনি খুনোখুনি পর্যন্ত করবেন।

পুলিশ আরও জানায়, সে ঘটনার প্রায় ১৫ দিন পর আবারও বান্ধবীকে একই ধরনের কাণ্ড ঘটাতে বাধ্য করতে চাইছিলেন ওই নারী। এরপর ভিকটিম তার নিজের স্বামীর সঙ্গে পরামর্শ করে পুলিশে জানিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।