ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১০ বিদেশি পর্যটক নিয়ে ইন্দোনেশিয়ায় নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
১০ বিদেশি পর্যটক নিয়ে ইন্দোনেশিয়ায় নৌকাডুবি সংগৃহীত

ঢাকা: দশজন বিদেশি পর্যটক নিয়ে ইন্দোনেশিয়ায় নৌকাডুবি হয়েছে। এতে মোট ১৫ জন নিখোঁজ হয়েছেন।

বিবিসি অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রোববার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের লম্বক দ্বীপের মধ্যবর্তী এলাকায় ভ্রমণকালে নৌকাটি ডুবে যায়।

ট্যুর কোম্পানির এক প্রতিনিধি জানান, ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

লম্বক দ্বীপে কাজ করা সূর্যমান নামের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, লম্বক দ্বীপ থেকে জাহাজটি কমোডো দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল।

কমোডে দ্বীপ টিকটিকির জন্য বিখ্যাত। এজন্য প্রতিবছর সেখানে প্রচুর সংখ্যক দেশী-বিদেশি পর্যটকের আগমন ঘটে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।