ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুর অপেক্ষায় ঘরেই থাকতে দাও

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
মৃত্যুর অপেক্ষায় ঘরেই থাকতে দাও

ঢাকা: সৌদি নাগরিক হামুদ। তার বয়স ৪৮ বছর।

কিন্তু এত মোটা যে, গত তিন বছর ধরে তিনি ঘরের বাইরে যেতে পারেননি। তিনি হাঁটতে পারেন না। হাত দিয়ে কিছু ধরতেও পারেন না। তার ওজন তিনশ কেজি।

হামুদ খুবই কম কথা বলেন। আর আল্লাহর কাছে প্রার্থনা করেন, তাকে যেন তাড়াতাড়িই মৃত্যু দেয়!

চিকিৎসকেরা তাকে দেখে বলেছেন, তিনি যে রোগে ভুগছেন, তা আরাগ্য হওয়ার নয় এবং এটি একটি জটিল রোগ।

এ সব জানার পর হামুদ বলেন, আমি তিন বছর ধরে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছি। আমার একা একা সময় কাটে। আমার স্ত্রী নেই, সন্তান নেই। আমি রিয়াদে ভাড়া অ্যাপার্টমেন্টে থাকি। অ্যাপার্টমেন্টের ভাড়া হিসেবে আমাকে ২০ হাজার সৌদি রিয়াল দিতে হয়। কিন্তু, আমার পেনসন মাত্র এক হাজার সাতশ রিয়াল।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমার চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এরপর কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি থেকে একদল চিকিৎসক আমাকে দেখে গেছেন।

তিনি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এলিফ্যান্টিয়াসিস রোগে আক্রান্ত এবং খুব তাড়াতাড়িই তিনি মারা যাবেন। চিকিৎসকেরা তাকে ঘরেই থাকতে এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে বলেছেন।

হামুদ সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, এরপর আমি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে জানাই, নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আমাকে যেন একজন সহযোগী দেওয়া হয়। এ ছাড়া একটি হুইল চেয়ারের ব্যবস্থাও যেন করা হয়। কিন্তু তারা আমার অনুরোধকে গুরুত্ব দেয়নি।

হামুদ জানান, তার এক প্রতিবেশী একজন সহযোগী যোগাড় করে দিয়েছেন।

এদিকে, হামুদ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন জানিয়েছেন, তাকে যেন দেশে কিংবা বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, বিদেশের হাসপাতালে এ বিষয়ে তিনি যোগাযোগ করেছিলেন। তারা জানিয়েছেন, এ রোগ সারিয়ে তোলা যায়।

এদিকে, কিং আব্দুল আজিজ মেডিকেল সিটির চিকিৎসক ডা. নাবিল হামিদি জানিয়েছেন, হামুদের ডায়াবেটিস আছে। এ ছাড়া তার উচ্চ রক্তচাপ ও হাইরয়েডে সমস্যা রয়েছে।

তাকে সুস্থ করে তুলতে হলে জরুরিভিত্তিতে অপারেশন করা দরকার।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।