ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের ২০ জঙ্গিকে হত্যা করেছে ইয়াজিদি মিলিশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
আইএসের ২০ জঙ্গিকে হত্যা করেছে ইয়াজিদি মিলিশিয়া

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গ্রুপের ২২ সদস্যকে হত্যা করেছে স্থানীয় সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়পন্থি মিলিশিয়া গ্রুপ।

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর নিশ্চিত করে।



তবে, যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বায়ত্ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের ঠিক কোথায় জঙ্গিদের হত্যা করা হয়েছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে, আমেরিকান দ্বিতীয় বন্দিকে হত্যার হুমকি দেওয়ার মধ্যেই ওই অঞ্চলে ইসলামিক স্টেটের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।

মসুল শহরের কাছে ইরবিল সংলগ্ন এলাকায় এ হামলা চালানো হচ্ছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

সম্প্রতি মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদ করে তার ভিডিও অনলাইনে প্রকাশ করে আইএস। ভিডিওটি প্রকাশের পর নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় হোয়াইট হাউস।

কিন্তু হোয়াইট হাউসের এ হুঁশিয়ারির পাল্টা জবাবে আরেক আমেরিকান বন্দিকে হত্যার হুমকি দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে আইএস জঙ্গিরা।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।