ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সেলফি রাণী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
সেলফি রাণী!

ঢাকা: কেউ কি জানেন সেলফি সাম্রাজ্যের রাণী কে? যুক্তরাষ্ট্রের মডেল-অভিনেত্রী কিম কারাদাশিয়ান কিংবা অন্য জনপ্রিয় সেলফিধারকের কথা ভুলে যান। পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সেলফি স্রামাজ্যের নয়া রাণীর সঙ্গে।



এই নয়া রানী হলেন-থাই মডেল-অভিনেত্রী মোরতাও মাওতো। এ পর্যন্ত ১২ হাজার সেলফি তুলেছেন তিনি। প্রকাশ করেছেন ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগের অন্য মাধ্যমগুলোতে।

তাই এখন মাওতোকেই ‘সেলফি কুইন’ বলে নির্দ্বিধায় সম্বোধন করছেন অনেকে।

সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ২০ হাজার ফলোয়ারের ভালোবাসায় সিক্ত মাওতো প্রতি সপ্তাহে দু’শোর বেশি ‘সেলফ পোর্ট্রেট’ পোস্ট করেন তার নিজের ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

মাওতোর প্রোফাইলের তথ্য মতে, সেলফি রাণী ৪০ বসন্তে উড়ছেন। তার রাজ্যের রাজা হলেন ব্যাংককের স্বনামধন্য চিত্রশালা ‘রুম অব আর্ট’র স্বত্ত্বাধিকারী।

কেবল নিজের হাসিমাখা চেহারার ছবিই তিনি স্মার্টফোনবন্দী করেন না। পায়ের ছবি, আইসক্রিম খাওয়ার ছবি, নাস্তা বা খাবারগ্রহণের ছবিও দেখা যায় মাওতোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ‍আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।