ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
মিশরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭

ঢাকা: মিশরের দক্ষিণাঞ্চলীয় সিনাই পেনিনসুলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৭ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন।

হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী নাগরিক রয়েছেন।

মিশরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেনা’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম জানায়, অবকাশযাপন কেন্দ্র শার্ম এল-শেখ থেকে ৫০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ইউক্রেন, দু’জন সৌদি এবং এবং একজন ইয়েমেনের নাগরিক রয়েছেন।

দুর্ঘটনাস্থলে ৩০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ‍ আগস্ট ২২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।