ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে হামলার পরিসর বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
ইরাকে হামলার পরিসর বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে তৎপর ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গ্রুপের ওপর হামলা আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক অভিযানের পাশাপাশি ওই অঞ্চলে গোয়েন্দা তৎপরতারও জোরদার করবে পেন্টাগন।



প্রেসিডেন্ট বারাক ওবামা পেন্টাগনকে এমন নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শুক্রবার জানায়।

সংবাদ মাধ্যমগুলো বলছে, জিহাদিদের কাছ থেকে মুক্তিপণের বিনিময়ে ফটোসাংবাদিক জেমস ফলিকে মুক্ত করার বিষয়টি প্রত্যাখ্যান ও তাকে উদ্ধারে সম্পূর্ণ ব্যর্থ অভিযান চালানোর জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করার খবর ছড়ানোর প্রেক্ষিতেই পেন্টাগন এমন সিদ্ধান্তে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার ওয়াশিংটনে বলেন, যা ঘটেছে তা আমরা ভুলবো না। জনগণ এর জন্য দায়ী থাকবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলার জবাবে দেশটির ফটোসাংবাদিক ফলির শিরশ্ছেদ করে একটি ভিডিও প্রকাশ করে ইরাকের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গ্রুপ। বুধবার প্রকাশ করা ভিডিওটি ‘সত্য’ বলে নিশ্চিত করে হোয়াইট হাউস।

সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিওটি সত্য হলে পরবর্তী ‘পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল যুক্তরাষ্ট্র।

সংবাদ মাধ্যমগুলো জানায়, সাংবাদিক ফলি ২০১২ সালের ২২ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।