ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া যুদ্ধে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
সিরিয়া যুদ্ধে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু: জাতিসংঘ

ঢাকা: সিরিয়ার গৃহযুদ্ধে গত তিন বছরে প্রায় দুই লাখ মানুষের প্রাণহানী ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘ এ তথ্য দিয়ে জানায়, ২০১১ সালের মার্চ থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত সময়ে সিরিয়ায় গৃহযুদ্ধে মোট এক লাখ ৯১ হাজার ৩৬৯ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে।

খবর: বিসিসি, এপি, রয়টার্স

জাতিসংঘের হিউম্যান রাইটস এর প্রধান নাভি পিল্লাই জেনেভায় বলেন, এর আগে ২০১৩ সালের জুলাই পর্যন্ত নিহতের ঘটনার পরিসংখ্যান দেওয়া হয়েছিলো। তখন পর্যন্ত এক লাখ মানুষের মৃত্যু হয়েছিল।

নতুন এই পরিসংখ্যান অনুযায়ী আগের প্রতিবেদনের চেয়ে মৃত্যুহার অনেক বেশি, বলেন নাভি পিল্লাই।

সিরিয়ার রাষ্ট্রপতি আসাদের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে বিদ্রোহীরা। এতে দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।