ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাক-ভারত সীমান্তে গুলি বিনিময়, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
পাক-ভারত সীমান্তে গুলি বিনিময়, নিহত ২

ঢাকা: ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুই বেসামরিক লোক নিহত ও ৪ জন আহত হয়েছে।



ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, শুক্রবার রাতে কাশ্মীরের অর্নিয়া ও আরএস পুরা সেক্টরের সীমান্তরক্ষী বাহিনীর ২২ নং পোস্ট লক্ষ্য করে দূরপাল্লার মর্টার শেল ও মাঝারি থেকে ভারি পাল্লার মেশিনগান থেকে গুলি ছোঁড়া হয়। এতে স্থানীয় দুই বেসামরিক লোক নিহত ও অপর চারজন আহত হয়। আহতদের মধ্যে একজন বিএসএফ জওয়ানও রয়েছেন।

পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স ভারতের কয়েকটি গ্রাম লক্ষ্য করে গুলি ছুঁড়েছে বলেও দাবি করে দিল্লির সংবাদ মাধ্যমগুলো।

অপরদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, বিনা উস্কানিতে বিএসএফ সদস্যরা নির্বিচারে গুলি ছুঁড়লে পাল্টা জবাব দেয় রেঞ্জার্স জওয়ানরা। এতে দুই বেসামরিক লোকের প্রাণহানি ঘটে।

বিএসএফ জওয়ান ছাড়া বাকি হতাহত লোকজন একই পরিবারের বলে নিশ্চিত করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।