ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা: সীমান্ত বন্ধ করলো সেনেগাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
ইবোলা: সীমান্ত বন্ধ করলো সেনেগাল

ঢাকা: মরণব্যাধি ইবোলা ভাইরাস আক্রান্ত তিনটি দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিলো পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। একইসঙ্গে সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনি এই তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে সেনেগাল আকাশ ও জলপথে যোগাযোগও বন্ধ করে দিয়েছে।



পশ্চিম আফ্রিকার এ তিনটি দেশেই ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন।

জাতিসংঘের সহযোগী প্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এর তথ্য মতে, এ তিনটি দেশে এখন পর্যন্ত ২ হাজার ৪৪৩ জন ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অর্ধেকেই মারা গেছেন। এছাড়াও নাইজেরিয়া আক্রান্ত চারজন এখন চিকিৎসাধীন আছেন।

তবে ইবোলা ভাইরাসে আক্রান্ত ও নিহতের এ সংখ্যা প্রকৃত অবস্থার চেয়ে অনেক কম বলে মনে করছে হু।

বিশেষত লাইবেরিয়া ও সিয়েরা লিওনে নিহতদের অনেক পরিবার বিষয়টি গোপন করছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
 




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।