ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মানবপতাকায় রেকর্ড গড়তে চায় নেপাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪
মানবপতাকায় রেকর্ড গড়তে চায় নেপাল ছবি: সংগৃহীত

ঢাকা: মানবপতাকায় রেকর্ড গড়তে চায় নেপাল। সে কারণে হাজার হাজার মানুষ সে দেশের রাজধানীতে হাজির হয়েছেন।



শনিবার রঙিন বোর্ড নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রাজধানী কাঠমাণ্ডুর প্রাণকেন্দ্রের একটি খোলা মাঠে জড়ো হচ্ছেন।

সমবেতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। এ ছাড়া চিকিৎসক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ ও ব্যবসায়ী সম্প্রদায়ও এ মানবপতাকায় অংশ নেবেন।

আয়োজকদের একজন আশিস চাউলাগাই সংবাদমাধ্যমকে বলেন, ৩৮ হাজারের বেশি মানুষ নেপালের জাতীয় পতাকা তৈরি করবেন। নেপালই একমাত্র দেশ, যে দেশের পতাকা লাল রঙে দুটি ত্রিভূজাকৃতি।

তিনি বলেন, ফটোগ্রাফসহ যাবতীয় তথ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠানো হবে।

এর আগে ২৮ হাজার নয়শ ৫৭ জনের অংশগ্রহণে পাকিস্তান মানবপতাকায় গিনেজ রেকর্ডে নাম লিখিয়েছিল।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ১৮২৭ আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।