ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় আটক মার্কিন সাংবাদিকের হয়ে প্রাণভিক্ষা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
সিরিয়ায় আটক মার্কিন সাংবাদিকের হয়ে প্রাণভিক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার জঙ্গি (আইএসআইএস/আইএস) বাহিনীর কাছে আটক মার্কিন সাংবাদিক স্টিফেন সটলফের মা শেরলি সটলফ তার ছেলের প্রাণভিক্ষা চেয়েছেন।

সিরিয়ায় সাতজনকে পেছন থেকে গুলি করে হত্যা করছে আইএস, এ ভিডিও বুধবার প্রকাশ করা হলে ওই সাংবাদিকের মা এ প্রাণভিক্ষা চান।



মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক স্টিফেন সটলফ বিখ্যাত ‘টাইম’ ও ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনের হয়ে কাজ করতেন।

সপ্তাহখানেক আগে আইএস আরেক মার্কিন সাংবাদিক জেমস ফোলের শিরশ্ছেদের ভিডিও প্রকাশের পর জানায়, আকাশপথে মার্কিনি হামলা বন্ধ না হলে তারা স্টিফেন সটলফেরও শিরশ্ছেদ করবে।

এরপর স্টিফেন সটলফের মা শেরলি সটলফ সরাসরি আইএসের প্রধান আল-বাগদাদীর কাছে তার ছেলের প্রাণভিক্ষা চেয়ে আকুতিতে জানান, ‘আপনি খলিফা, চাইলে আপনি ক্ষমার মহত্ব দেখাতে পারেন। ’

তিনি আবেদন জানিয়ে আরো বলেন, ‘আমি আপনার মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে চাই, আমার সন্তানকে আপনারা আমার কাছে ফিরিয়ে দিন। ’

সাংবাদিক সটলফের মা শেরলি সটলফের একটি ভিডিওবার্তা বুধবার প্রথমে আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এরপর সেটির ভিডিও ক্লিপ টুইটারে পকভাবে ছড়িয়ে পড়তে থাকে।

পরবর্তীতে ইসলামিক স্টেটের সমর্থকেরা ভিডিওতে মার্কিন সাংবাদিক স্টিফেনের মা শেরলি সটলফের মুখ ঝাঁপসা করে দেন। রক্ষণশীল ইসলামপন্থীদের মতে, নারীর মুখ দেখানো নিষিদ্ধ।

এদিকে, হোয়াইট হাউসের এক মুখপাত্র জোস আর্নেস্ট সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, সিরিয়ায় আইএসের হাতে আটক মার্কিন সাংবাদিক স্টিফেন সটলফের মায়ের ভিডিও বার্তাটি বারাক ওবামা দেখেছেন কিনা, তা তিনি জানেন না।

তবে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আটক সবার সব মার্কিনিদের মুক্তির জন্য মার্কিন প্রশাসন কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।