ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নওয়াজের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
নওয়াজের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ আরো ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দেশটিতে চলমান সরকার বিরোধী আন্দোলনের সময় সংঘর্ষে পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) ১৪ সমর্থক নিহতের ঘটনায় মামলার উদ্যোগ নিয়েছে পাক-সরকার।



বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

লাহোর হাইকোর্ট নওয়াজ শরিফ ও তার ভাই শাহবাজ শরিফ, ভাইপো হামজা শাহবাজ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, রেলমন্ত্রী রফিক ও তথ্যমন্ত্রী পারভেজের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে পিএটি নেতা তাহির-উল-কাদির ও পিটিআই নেতা ইমরান খান নওয়াজ শরিফের পদত্যাগের জন্য আন্দোলন করছেন। নওয়াজ ২০১৩ সালে নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে ক্ষমতায় মসনদে বসেছে বলে অভিযোগ করেছে দুই পক্ষই।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংসদে এক বিতর্কে জানান, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। সরকার আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করবে না।

তাহির-উল- কাদরি ও ইমরান খানের নেতৃত্বাধীন সরকার বিরোধী আন্দোলনে অন্যতম দাবি হচ্ছে নওয়াজের বিরুদ্ধে হত্যা মামলা।

এদিকে পিএটি তাদের নিহত নেতাকর্মীদের নামপ্রকাশ করেছে। গত ১৭ পুলিশের সঙ্গে সংঘর্ষে তারা নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।