ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
শপথ নিলেন এরদোগান

ঢাকা: তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোগান। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন।

দেশটিতে এটাই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।

তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এরদোগানের শপথ অনুষ্ঠান রাজধানী আঙ্কারার পার্লামেন্ট ভবনে অনুষ্ঠিত হয়।

তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি প্রেসিডেন্টের এ শপথ অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দিয়েছে।

রিপাবলিকান পিপলস পার্টি ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে প্রেসিডেন্ট এরদোগান সময়মত প্রধানমন্ত্রীর পদ না ছেড়ে সাংবিধানিক অপরাধ করেছেন।
 
দেশটির সংবিধান অনুসারে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর তার দল একে পার্টির সঙ্গে তার সম্পর্ক শেষ করতে হবে।

বাংলাদেশ সময়: ২২০৩, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।