ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

বাংলাদেশে বাণিজ্যিক জাহাজ চালাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, আগস্ট ২৯, ২০১৪
বাংলাদেশে বাণিজ্যিক জাহাজ চালাবে ভারত

ঢাকা: পার্শ্ববর্তী দুটি দেশ বাংলাদেশ ও মায়ানমারের সঙ্গে সম্পর্কোন্নয়নে আরো একটি পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত।

সে কারণে মায়ানমারের জাহাজ চলাচল সার্ভিস চালু করতে যাচ্ছে ভারত।

ভারত মনে করছে, মায়ানমার পর্যন্ত সে দেশের জাহাজ চলাচল করলে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে অবিশ্বাস কমবে। সেই সঙ্গে সম্পর্ক আরো জোরদার হবে।

এ বিষয়ে ভারতের টাইমস অব ইন্ডিয়া সে দেশের শিপিং কর্পোরেশনের সূত্রের বরাত দিয়ে জানায়, শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া (এসসিআই), এ বছরের অক্টোবর মাস থেকে ভারত ও মায়ানমারের মধ্যে কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু করবে।

এ ছাড়া একই সময়ে বাংলাদেশের উপকূলীয় রুট ধরে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিক জাহাজ চলাচল করবে।

এদিকে, এক কর্মকর্তা জানান, উপকূলীয় বাংলাদেশি বন্দর ও ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর ‘পারাদ্বীপ’ ও ‘হলদিয়া’য় এ বছরের শেষদিকে চলাচল শুরু করবে।   

খবরে জানা যায়, ভারত ও মায়ানমারের ভেতরে সরাসরি চলাচল করবে। তবে ট্রানজিটের সময় মায়ানমারে রফতানি ও পূর্বাঞ্চল থেকে আমদানিতে ভূর্তকি দেবে ভারত। সূত্র জানায়, প্রথম ছয়মাস শিপিং কর্পোরেশন অব ইন্ডিয়া কিছুটা ভর্তূকি পাবে।

বর্তমানে মায়ানমারের সঙ্গে ভারতের সরাসরি জাহাজ চলাচল নেই। ভারত ও মায়ানমার ২০১৫ সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন তিন বিলিয়ন ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে।

এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে উপকূলীয় বন্দরে জাহাজ চলাচল বিষয়ে বাংলাদেশ শিপিং ডিপার্টমেন্ট ভারতীয় পক্ষকে একটি চিঠি দিয়েছে। এতে শিপ ওনার্স অ্যাসোসিয়েশন ১৮টি জাহাজ চলাচলের তালিকা দিয়েছে।

ভারতীয় পক্ষ জুন মাসে এক প্রস্তাবনা দেয়। তাতে বলা হয়, ভারতীয় শিপিং রেজিস্ট্রার বাংলাদশি জাহাজ চলাচলে অনুমতি দেবে।

বাংলাদেশ ভারতীয় পক্ষকে জানিয়েছে, যে জাহাজগুলো ভারতে বন্দরে যাবে, তা সেপ্টেম্বর মাসের প্রথম থেকে পরিদর্শন করা যাবে।

এ বছরের জুন মাসে ভারত ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) চুক্তি সই করেছে। এ অনুযায়ী, দুই দেশের উপকূল অঞ্চলে জাহাজ চলাচল করতে পারবে।

এ বিষয়ে ভারতীয় এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, অনুমোদিত জাহাজগুলি চলাচলে আমরা জাতীয় পরিসেবা দেবো। বাণিজ্যিক ও সহযোগিতার হাত আরো সম্প্রসারিত করার জন্য আমরা এই পরিসেবা দেবো।

অন্যদিকে, উপকূলীয় অঞ্চলে জাহাজা চলাচলে সাধারণ বিমা কর্পোরেশন ১০ মিলিয়ন ডলারের বিমা সহায়তা দেবে।

উপকূলীয় বন্দরে জাহাজ চলাচলে যেমন সড়ক পথের ওপর অনেকটাই চাপ কমবে, তেমনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কেরও উন্নয়ন হবে। দুই দেশের চুক্তি অনুযায়ী, ছোট জাহাজ উপকূলীয় ও নদীপথে চলাচল করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।