ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্কট নিরসনে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪
পাকিস্তানের সঙ্কট নিরসনে সেনাবাহিনী

ঢাকা: অনেকের অনুমনাই সত্য হলো। পাকিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে হস্তক্ষেপ করেছে ‘শক্তিশালী’ সেনাবাহিনী।

অবশ্য ক্ষমতাসীন এমএমএল-এন সরকারের অনুরোধের প্রেক্ষিতে সেনাবাহিনী এগিয়ে এসেছে বলে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গতকাল রাতভর ইমরান খান ও তাহির-উল-কাদরি সেনাবাহিনী প্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে রাওয়ালপিন্ডিতে বৈঠক করে। বৈঠকে সেনাবাহিনীর তৈরি একটি সমঝোতা চুক্তি মেনে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে এই দুই নেতার পক্ষ থেকে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানও উপস্থিত ছিলেন।


প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে দুই সপ্তাহ ধরে পাকিস্তান পিটিআই নেতা ইমরান খান ও পিএটি নেতা তাহির-উলি-কাদরির নেতৃত্বে আন্দোলন সরকার বিরোধী আন্দোলন হচ্ছে।


অন্যদিকে সরকারের প্রতিনিধিরা বিক্ষোভকারী নেতাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে। তারাও মধ্যস্থতাকারী সেনাবাহিনীর চুক্তিতে স্বাক্ষর করবেন বলে ধারনা করা হচ্ছে।

বৈঠক শেষে জেনারেল শরিফ বলেন, সঙ্কটে দূর করতে সেনাবাহিনীর নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা  পালন করছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।