ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা ভাইরাস

প্রাণিদেহে পরীক্ষামূলক ‘জিম্যাপ’ ব্যবহারে সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
প্রাণিদেহে পরীক্ষামূলক ‘জিম্যাপ’ ব্যবহারে সাফল্য

ঢাকা: প্রাণঘাতি ইবোলা ভাইরাসের কোনো ওষুধ আবিষ্কৃত না হলেও সংক্রমিত প্রাণিদেহে ‘জিম্যাপ’ (zmapp) নামের একটি ওষুধ ব্যবহারে শতভাগ সাফল্য পেয়েছে বিজ্ঞানীরা। বিশেষ করে এ ওষুধ বানরের শরীরে খুবই কার্যকর।



সম্প্রতি গবেষকরা ন্যাচার ম্যাগাজিনে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে বানরের শরীরে এ ওষুধটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে শতভাগ সাফল্য পাওয়া গেছে। যা এ ভাইসের ওষুধ আবিষ্কারের উদ্যোগ আরও একধাপ এগিয়ে গেল।

জানানো হয়, প্রাথমিক পর্যায়ে এ ওষুধটিতে একটি গোপন সিরাম ব্যবহার করা হয়েছে। তবে তার কার্যকারিতার বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।