ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় ফের অবরোধ আরোপে বৈঠকে বসবে ইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
রাশিয়ায় ফের অবরোধ আরোপে বৈঠকে বসবে ইউ

ঢাকা: ইউক্রেন সংকট ইস্যুতে রাশিয়ার উপর নতুন করে অবরোধ আরোপের বিষয়ে শিগগির বেঠকে বসবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।



২৮ জাতিগোষ্ঠীর শক্তিশালী এই অর্থনৈতিক জোট মনে করছে, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াইরত বিদ্রোহীদের ক্রমাগত সমর্থন দিয়ে যাচ্ছে।

কিন্তু রাশিয়া বরাবরের মতই দেশটির বিরোদ্ধে ওঠা এ অভিযোগ অস্বীকার করেছে।

ইইউর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন ইইউ সম্মেলন শুরুর প্রাক্কালেই তারা রাশিয়াকে ইউক্রেনের সংকট নিরসনের জন্য স্পষ্ট বার্তা দিবেন।

ইউক্রেনের দোনেষ্কে বেশ কিছু সরকারি সেনাকে ঘিরে রেখেছে বিদ্রোহীরা এবং সে অঞ্চলে বিদ্রোহীরা রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তায় শক্তিশালী আক্রমন চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে ইইউসহ পশ্চিমা অন্যান্য দেশ।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, রাশিয়ার সমর্থিত বিদ্রোহীরা ইলোভাইস্ক এলাকার সন্নিকটে সরকারি বাহিনীকে শনিবার সকালের মধ্যে আত্মসমর্পন করার আল্টিমেটাম দিয়েছে।  

উল্লেখ্য, দোনেষ্ক ও লোহানস্ক শহরে সরকারি ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত ২ হাজার ৬০০ জন মারা গেছে।

বাংলাদেশ সময়: ১২৫০, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।