ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভারি বর্ষণে ৪০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
পাকিস্তানে ভারি বর্ষণে ৪০ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব ও লাহোরে ভারি বর্ষণের কারণে ছাদ ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী ও শিশুসহ অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।



জানা গেছে, এদের মধ্যে লাহোরে ১৫ জন এবং শিয়ালকোট ও গুজরানওয়ালায় সাতজনের মৃত্যু হয়েছে।

বিগত ২৪ ঘণ্টায় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে ছাদ ধসে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।

পাঞ্জাবের উদ্ধারকারী সংস্থার মহাপরিচালক রিজওয়ান নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।