ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আন্ডারপ্যান্টে লুকিয়ে কচ্ছপ পাচার শিশুর!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
আন্ডারপ্যান্টে লুকিয়ে কচ্ছপ পাচার শিশুর! ছবি: সংগৃহীত

ঢাকা: আন্ডারপ্যান্টে লুকিয়ে কচ্ছপ পাচারকালে আট বছর বয়সী এক শিশুকে আটক করেছে চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াডং প্রদেশের পুলিশ।

প্রাদেশিক রাজধানী শহর গুয়াংজুর বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চলাকালে নিরাপত্তা বাহিনীর কাছে হাতেনাতে ধরা পড়ে কংকং নামে ওই শিশু।



বৃহস্পতিবার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দাদির সঙ্গে একটি উড়োজাহাজে চড়ে নিজেদের বাড়িতে যাওয়ার সময় ধরা পড়ে শিশুটি। তবে, ফ্লাইটে চড়ার আগে শিশুটিকে তার দাদি কচ্ছপটি রেখে যাওয়ার কথা বলেছিলেন বলে জানা যায়।

সংবাদ মাধ্যমগুলো আরও জানায়, রেখে দিতে বলা হলেও প্রিয় কচ্ছপটি রেখে যেতে অস্বীকৃতি জানিয়ে কংকং সরীসৃপ প্রাণীটি আন্ডারপ্যান্টে ঠাসাঠাসি করে রেখে প্লেনে ওঠার চেষ্টা করে।

তবে, তল্লাশি ফটকে নিরাপত্তা বাহিনী বালকটির আন্ডারপ্যান্টে অস্বাভাবিক কিছুর নড়াচড়া লক্ষ্য করলে কচ্ছপটি ধরা পড়ে।

কর্মকর্তারা জানান, যখন আন্ডারপ্যান্টের নিচে কিছুর নড়াচড়া চলছিল তখন শিশুটি নার্ভাস হয়ে গেলেও হাত দিয়ে ‍লুকিয়ে ফেলছিল কচ্ছপটিকে।

বাইয়ুন বিমানবন্দরের মুখপাত্র বলেন, দাদি কংকংকে কচ্ছপটি প্লেনে নিয়ে না উঠতে বললেও সে তা আন্ডারপ্যান্টে রেখেই ওঠার চেষ্টা করে।

পরবর্তী সময়ে শিশুটিকে কোনো দণ্ড দেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।