ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইবোলা

সিয়েরা লিওনে বাইরে বের হওয়া নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৪, সেপ্টেম্বর ৬, ২০১৪
সিয়েরা লিওনে বাইরে বের হওয়া নিষিদ্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চারদিনের কর্মসূচি হাতে নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন। ১৮-২১ সেপ্টেম্বর দেশটির নাগরিকদের ঘর থেকে বের হতে নিষেধ করেছে সরকার।



ইবোলায় আক্রান্তদের কাছ থেকে পরবর্তীতে নতুন করে যাতে কেউ আক্রান্ত না হতে পারে সেজন্য এ ব্যবস্থা নিয়েছে সরকার। এদিনগুলোতে স্বাস্থ্যকর্মীরা আক্রান্তদের আলাদা করার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন।

সিয়েরা লিওন ইবোলা আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম। সিয়েরা লিওন, লিবিয়া, গিনি এবং নাইজেরিয়ায় এ পর্যন্ত ইবোলায় দুই হাজার ১০৫ জন নিহত হয়েছেন। গত মার্চে প্রথম এই ভাইরাস দেখা দেয়। শুধুমাত্র সিয়েরা লিওনে ২০জন স্বাস্থ্য কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে, তাদের স্বাস্থ্যকর্মীরা নভেম্বর থেকে ভ্যাকসিন প্রদান করবেন।

আক্রন্ত শিম্পাঞ্জি, ফলের বাদুড়, একপ্রকার বন্য হরিণের মাধ্যমে মানবদেহে এই ভাইরাস ছড়ায়। এরপর রক্ত, পানি এমনকি পরিবেশের মাধ্যমে অন্যের দেহে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।