ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশে আসার পথে ৪ আইএস সমর্থক আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
বাংলাদেশে আসার পথে ৪ আইএস সমর্থক আটক সংগৃহীত

ঢাকা: ভারতের হায়দরাবাদ থেকে বাংলাদেশে আসার পথে দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) চার সমর্থককে আটক করেছে কলকাতা পুলিশ।

এই চার সমর্থক হায়দরাবাদের ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী।

তাদের সবার বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে বলে জানা গেছে।

কলকাতার পুলিশ ‘সম্প্রতি’ তাদের আটক করলেও শুক্রবার সন্ধ্যায় এ তথ্য সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করে।

এ বিষয়ে শনিবার ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানায়, আটক চার আইএস সমর্থক বাংলাদেশ হয়ে পরে ইরাক এবং সেখানে জিহাদ করতে আইএস জঙ্গি বাহিনীতে যোগ দিতেন।

এদিকে, হায়দরাবাদের স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তারা আটক চার তরুণের দুইজনের অভিভাবককে তাদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করেছিল।

এখন জিজ্ঞাসাবাদের জন্য আটক চার আইএস সমর্থককে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়েছে।

তবে আটকদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং লিখিত অভিযোগ স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে পুলিশের যুগ্ম কমিশনার বি এম রেড্ডি সংবাদমাধ্যমের কাছে আটকদের নাম প্রকাশ ও ঘটনার সত্যতা স্বীকার বা অস্বীকার করতে রাজি হননি।

এদিকে, আটক চার তরুণ তাদের অভিভাবকদের কাছে জানিয়েছেন, তারা চাকরি খোঁজার জন্য ব্যাঙ্গালোর যাচ্ছিলেন।

তবে পুলিশ আগে থেকেই সেলফোনে আঁড়ি পেতে তাদের গতিবিধির প্রতি নজর রাখছিল এবং বাংলাদেশের প্রবেশের আগে পশ্চিমবঙ্গের মালদহ থেকে তাদের আটক করে।

তাদের কথোপকথনের সূত্র ধরে পুলিশ জানায়, আটকরা জঙ্গি সংগঠন আইএসে যোগ দিতে বাংলাদেশ হয়ে পরে ইরাকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

আটকরা পুলিশকে জানায়, সামাজিক সাইটের মাধ্যমে আইএস সম্পর্কে জেনে তারা ওই সংগঠনে যোগ দিতে চেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।