ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হার্লির চুমুর দাম ৬৩ লাখ টাকা!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
হার্লির চুমুর দাম ৬৩ লাখ টাকা! এলিজাবেথ হার্লি

ঢাকা: ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এলিজাবেথ হার্লির ঠোঁটে চুমু খেয়ে একটি দাতব্য সংস্থার জন্য ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি ৬৩ লাখ ২৫ হাজার টাকার বেশি) পরিশোধ করেছেন এক ব্যক্তি।

খ্যাতনামা এলটন জন এইডস ফাউন্ডেশনের অর্থ সংগ্রহে ডাকা নিলামে অর্থের বিনিময়ে হার্লিকে এ চুমু খান ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যাংকার জুলিয়ান ভারতি।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ-পূর্ব লন্ডনের বার্কশায়ারে আয়োজিত বিশেষ পার্টিতে হার্লির কোমরে হাত রেখে তার ঠোঁটে চুমু এঁকে দেন ভারতি। এরপর আগ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করেন।

তরুণ মনের কাঙ্ক্ষিত সুন্দরী হার্লি এখন জীববৈচিত্র্য বিষয়ক চিত্রগ্রাহক ডেভিড ইয়ারো’র সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।