ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেন সংকট

ইউ’র নতুন নিষেধাজ্ঞায় কঠোর প্রতিক্রিয়া রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, সেপ্টেম্বর ৬, ২০১৪
ইউ’র নতুন নিষেধাজ্ঞায় কঠোর প্রতিক্রিয়া রাশিয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: ইউক্রেন সংকটের বিষয়ে ইতিমধ্যে রাশিয়াপন্থী বিদ্রোহীদের সাথে যুদ্ধবিরতী চুক্তি করেছে দেশটি। তারপরও যদি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন নিষেধাজ্ঞা জারি করে তবে তার কঠোর প্রতিক্রিয়া দিতে প্রতিজ্ঞাবদ্ধ রাশিয়া।



একাধিক রাশিয়া নাগরিকদের টার্গেট করে ইউরোপীয়ান ইউনিয়ন জানিয়েছে, রাশিয়া যদি পূর্ব ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার না করে এবং যুদ্ধ বিরতী চুক্তি না হয় তবে আগামী সোমবার রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

ইতিমধ্যে ইউক্রেন সরকার ও রাশিয়াপন্থী বিদ্রোহীদের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতী চুক্তি সই হয়েছে। পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থীদের বিদ্রোহের পর থেকে মোট দুই হাজার ৬শ’ মানুষ জীবন হারিয়েছে

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার বার্তায় জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার যে তালিকা তৈরি করেছে তা যদি তারা পাস করে তবে অবশ্যই রাশিয়ার পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানো হবে।

নিষেধাজ্ঞার নতুন তালিকায় মোট ২৪ জন রাশিয়া নাগরিকের নাম সংযুক্ত হতে পারে। যাদের ইউরোপে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে এবং তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন কিয়েভে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য স্পষ্ট বার্তা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ