ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ধর্ষক ছেলেকে পুলিশে দিলেন মা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
ধর্ষক ছেলেকে পুলিশে দিলেন মা

ঢাকা: ধর্ষিতা নাবালিকাকে হাসপাতালে ভর্তি করিয়ে ধর্ষক ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন কলকাতার ডায়মন্ড হারবার শহরতলীর এক মা।

স্থানীয় ও পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোয় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের পর ওই মাকে সাধুবাদ জানিয়ে যাচ্ছেন সবাই।

পাশাপাশি মায়ের মতোই ওই ধর্ষকের বিচার দাবি করেছেন স্থানীয়রা।

প্রতিবেদনে জানা গেছে, ডায়মন্ড হারবারের একটি স্কুলের শৌচাগারের পেছনে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণ করে স্থানীয় বখাটে নাসির শেখ এবং তার দুই সহযোগী আজিজুল ও আসাদুল। ঘটনা টের পেয়ে নাসিরের মা আইনুর বিবি গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করেন। এরপর পুলিশকে ছেলের অবস্থানস্থল জানিয়ে গ্রেফতারের অনুরোধ জানান।

পুলিশ কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার স্কুলের শৌচাগার বন্ধ থাকায় ওই শিশুটি প্রাকৃতিক কাজ সারতে পেছনের ঝোপে যায়। সুযোগ বুঝে মাতাল নাসির ও তার সহযোগীদ্বয় শিশুটিকে গণধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

নাসির বাড়ি ফিরলে তার গতিপ্রকৃতি অস্বাভাবিক দেখে ‍মা আইনুর জিজ্ঞাসাবাদ করেন। তখন পরিস্থিতি খানিকটা আন্দাজ করে আইনুর স্কুলের পেছনে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং ডায়মন্ড হারবার হাসপাতাল ভর্তি করেন। সারারাত অবদি শিশুটির পাশেই থাকেন আইনুর।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে আসে। তখন আইনুর জানিয়ে দেন, ছেলে নাসির রামনগরের নৈনানে আছে। সেখান থেকেই গভীররাতে তাকে আটক করা হয়। এরপর শুক্রবার রাতে তার দুই সহযোগীকেও আটক করা হয়।

এরপর তিনজনকে শনিবার আদালতে তোলা হলে আইনুর ছেলের কুকর্মের কঠোর শাস্তি দাবি করেন। ৩৭ বছর বয়সী আইনুর বলেন, কঠোর শাস্তি পেয়ে সে যেন সঠিক পথে ফিরে আসে। পরে আদালত তিনজনকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।