ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সেনা-হুথি বিদ্রোহী সংঘর্ষে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
ইয়েমেনে সেনা-হুথি বিদ্রোহী সংঘর্ষে নিহত ৫০ ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনে চলমান সংঘাতের ধারাবাহিকতায় হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। নিহতদের মধ্যে ২০ জন সরকারি সেনা ও ৩০ জন হুথি বিদ্রোহী।



দেশটির জফ প্রদেশে গত কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে রাজধানী সানায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে হুথি রাজনৈতিক দলগুলো।

ইয়েমেনের সরকার ও রাজনীতিতে নিজেদের অধিকার আরও বেশি নিশ্চিত করতে দেশটির সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে হুথিরা। সুন্নি প্রধান দেশটিতে হুথিরা মূলত শিয়া সম্প্রদায়ভুক্ত।

ইয়েমেনের সরকারের অভিযোগ, ইরানের সহযোগিতায় হুথিরা ইয়েমেনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।