ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
কাশ্মীরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৮ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের জম্মু-কাশ্মীরে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা ১৩৮ ছাড়িয়েছে। এ দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় হাজার কোটি রুপি বিশেষ সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, জরুরি সফরকালে উড়োজাহাজ থেকে শ্রীনগরের বন্যাকবলিত অঞ্চল দেখে এটাকে ‘জাতীয় বিপর্যয়’ বলে অভিহিত করেন মোদী। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে দুর্যোগ মোকাবেলার পাশাপাশি পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরেও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, রোববারও জম্মু-কাশ্মীরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এখন পর্যন্ত বন্যাকবলিত অঞ্চলে ১৩৮ জন মারা গেছে। বন্যায় শ্রীনগরের সেনানিবাস, সচিবালয়, উচ্চ আদালতের সঙ্গে সংশ্লিষ্ট সড়কগুলো প্লাবিত হয়ে গেছে বিধায় এ অঞ্চলে সবরকমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জাতীয় দুর্যোগ মোকাবেলা অধিদপ্তর জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে ১২ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। ২৩টি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযানে কাজ করছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর ১৮৪টি দল।

ভয়াবহ এ পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহসহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন মোদী।
 
বন্যা  মোকাবেলায় রাজ্য সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্বজনদের দুই লাখ রুপি ও ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা  দেন মোদী।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।