ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গর্ভবতী চেলসিকে ওবামার গাড়িবহর ব্যবহারের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
গর্ভবতী চেলসিকে ওবামার গাড়িবহর ব্যবহারের প্রস্তাব

ঢাকা: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামা গর্ভবতী চেলসিকে তার গাড়িবহর ব্যবহারের প্রস্তাব করেছেন। সন্তান জন্ম দেওয়ার আগ মুহূর্তে চেলসিকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য নিউইয়র্কের যানজট এড়াতে ওবামা তাকে এ প্রস্তাব দিয়েছেন।



চেলসি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের একমাত্র মেয়ে।

সম্প্রতি এক ডেমক্রেট নেতার জনসেবামূলক অনুষ্ঠানে যোগদিয়ে ওবামা এ ঘোষণা দিয়েছেন।

সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের আইএস বিরোধী যুদ্ধ চললেও এ সময় ওবামাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল।

ওবামা ওই অনুষ্ঠানে ঘোষণা দেন, আমি যখন এখানে বক্তৃতা করছি সে মুহূর্তে যদি চেলসির প্রসব বেদনা ওঠে তবে সে নিউইয়র্কের যানজট এড়াতে আমরা গাড়িবহর ব্যবহার করতে পারে। আর কিছুক্ষণ আগেও আমি এ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট বিলক্লিনটনের সাথে আলোচনা করেছি।

২০১০ সালে চেলসি তার দীর্ঘদিনের প্রেমিক মার্ক মেজভিনস্কিকে বিয়ে করেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।