ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ নাগরিক জনই মার্কিনি দুই সাংবাদিক হত্যাকারী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
ব্রিটিশ নাগরিক জনই মার্কিনি দুই সাংবাদিক হত্যাকারী

ঢাকা: আগস্ট মাসে মার্কিন ফটোসাংবাদিক জেমস ফোলে ও সেপ্টেম্বর মাসে অপর মার্কিন সাংবাদিক স্টিফেন সোটলোফকে শিরশ্ছেদকারীর নাম ‘জিহাদি জন’। তিনি একজন ব্রিটিশ নাগরিক।



জনসহ মোট চার ব্রিটিশ নাগরিক তথাকথিত জিহাদ করতে দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনীতে যোগ দেন।

তারা ব্রিটেনে এক সময়ের বিখ্যাত সঙ্গীত দল ‘বিটলস’ নামানুসারে ‘বিটলস’ হিসেবে পরিচিতি পেয়েছেন। কারণ, সঙ্গীত দল ‘বিটলস’-এর সদস্য সংখ্যা ছিল চার।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস জানাচ্ছে, আইএসে যোগ দেওয়া চার সদস্যের একজনের পরিবারের সদস্যরা ব্রিটিশ গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে জঙ্গিদের ইন্টারনেট কানেকশন বন্ধ রয়েছে।

সংবাদমাধ্যমটি জানাচ্ছে, আইএসে যোগ দেওয়া এই চার ব্রিটিশ নাগরিক আগে লন্ডনে থাকতেন। তাদেরই একজন জিহাদি জন।

এদিকে, জিহাদি জন ভিডিও এক বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন, এরপর ব্রিটিশ দাতব্য সংস্থার এক সদস্য ডেভিড হেইনসের (৪৪) শিরশ্ছেদ করা হবে।

ডেভিড হেইনসের স্ত্রী ও চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তারা জাগরেবে থাকেন। তুরস্ক ও সিরিয়ান সীমান্তের কাছে একটি শরণার্থী ক্যাম্পে থাকতেন তারা। গত মার্চে তারা জাগরেবে আসেন।  

অপরদিকে, জিহাদি জনের বেশ কয়েকজন সহযোগীকে শনাক্ত করা হওয়ার পর আটক করা হয়েছে। যাদের আটক করা হয়েছে, তাদের বেশির ভাগই ব্রিটেনের ইয়র্কশায়ার, মিডল্যান্ডসহ বিভিন্ন জায়গায় বাস করতেন এবং এখান থেকে তারা আইএস জঙ্গিদের অর্থসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করতেন।

শুধু তাই-ই নয়, যারা আইএসে যোগ দিতে ইচ্ছুক, তাদের যাওয়ার ব্যবস্থাও করে দিতেন তারা।

জিহাদি জন যে ব্রিটিশ নাগরিক, তা ফরেনসিকরা কম্পিউটারে স্কেচ এঁকে নিশ্চিত হয়েছেন। শিরশ্ছেদের আগে মুখোশের আড়ালে জনের মুখের যে অংশটুকু দেখা যায়, তা দিয়েই ব্রিটিশ ফরেনসিকেরা শতভাগ নিশ্চিত হন যে, জিহাদি জন ব্রিটিশ নাগরিক।

তারা জনের মুখে গোঁফ লাগিয়ে এবং শেভড মুখমণ্ডলের ছবি বিশ্লেষণ করেন।

অপরদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র দুই সাংবাদিকের শিরশ্ছেদকারী জিহাদি জনের মাথার দাম মিলিয়ন মিলিয়ন পাউন্ড ঘোষণা করতে যাচ্ছে বলে এক্সপ্রেস জানিয়েছে।

গোয়েন্দারা জানান, জনের সহযোগীদের খুঁজে বের করার জন্য তারা বিভিন্ন ধরনের অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করেছেন।

এ ছাড়াও মার্কিনি গোয়েন্দারা জানিয়েছেন, তারা যৌথভাবে ব্রিটিশ শিরশ্ছেদকারীর যোগাযোগের মাধ্যম শনাক্ত করতে পেরেছেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।