ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদের ছাদ ধসে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৪
পাকিস্তানে মসজিদের ছাদ ধসে নিহত ৯ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে মসজিদ ধসে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলের শহর লাহোরে এ ঘটনা ঘটে।

মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

গালফ নিউজ জানায়, আসরের নামাজের সময় মসজিদটির ছাদ ভেঙে পড়ে। ওই সময় সেখানে ৩০ জন মুসল্লি ছিলেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে কমপক্ষে নয়টি মৃতদেহ টেনে বের করা হয়েছে। এখনও অজ্ঞাত অনেকে চাপা পড়ে আছেন।

উদ্ধারকারী কর্মকর্তা জাম সাজ্জাদ বার্তা সংস্থা এএফপিকে জানান, আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। মসজিদের রাস্তাটি সরু হওয়ায় উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। স্থানীয়রা উদ্ধারকাজে সাহায্য করছেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।