ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন মুলুকে

৫ শিশুকে খুন করে মাটিতে পুঁতে রাখলো পাষণ্ড পিতা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪
৫ শিশুকে খুন করে মাটিতে পুঁতে রাখলো পাষণ্ড পিতা! ছবি: সংগৃহীত

ঢাকা: নিজের ৫ শিশু সন্তানকে হত্যা করে মাটিতে পুঁতে রাখলো যুক্তরাষ্ট্রের এক পাষণ্ড পিতা।

গত শনিবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি পুলিশ চেকপোস্টে আটক হন টিমোথি রে জোনস নামের ওই ব্যক্তি।

প্রাথমিকভাবে মাদক গ্রহণের দায়ে তিনি আটক হলেও পরে খোঁজ নিয়ে জানা যায় নিজের ৫ শিশু সন্তানকে হত্যা করে মাটিতে পুঁতে রেখে পালাচ্ছিলেন তিনি।

পুলিশ জানায়, সাউথ ক্যারোলিনায় নিজের বাড়িতে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটান টিমোথি রে জোনস। হত্যাকাণ্ডের শিকার শিশুগুলোর বয়স এক থেকে আট বছর।

গত বুধবার প্রথম ওই শিশুগুলোর নিখোঁজ হওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে যখন শিশুগুলোর মা অভিযোগ করেন যে তিনি তার শিশুদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। পাশাপাশি ওই শিশুদের পিতাও নিখোঁজ।

এরপর শনিবার মিসিসিপির ওই পুলিশ চেকপোস্টে আটক হন টিমোথি রে জোনস। সেখানে তার পরিচয় শনাক্তের জন্য জাতীয় তথ্যকোষে খোঁজ লাগায় পুলিশ। সেখানে দেখা যায় দক্ষিণ ক্যারোলিনা পুলিশের খাতায় বুধবার থেকে ৫ সন্তানসহ নিখোঁজ তিনি। এরপরই নড়েচড়ে বসে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুদের হত্যার কথা স্বীকার করেন তিনি। মঙ্গলবার পুলিশকে শিশুদের পুঁতে রাখার জায়গা চিনিয়ে দেন তিনি।

জানা গেছে, শিশুদের হত্যার আগে ওই ব্যক্তি তার প্রতিবেশীদের বলেছিলেন তিনি শিশুদের নিয়ে সাউথ ক্যারোলিনা ছেড়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।