ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নুসরা ফ্রন্টের হাতে আটক শান্তিরক্ষী বাহিনীর ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
নুসরা ফ্রন্টের হাতে আটক শান্তিরক্ষী বাহিনীর ভিডিও প্রকাশ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার গোলান মালভূমি সীমান্তবর্তী এলাকায় দায়িত্বপালন করার সময় আল-কায়েদা সমর্থিত জঙ্গিদের হাতে আটক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ভিডিও প্রকাশ করেছে নুসরা ফ্রন্ট।

দুই সপ্তাহ আগে শান্তিরক্ষী বাহিনীর ৪৫ জন সদস্যকে আটক করে আল-কায়েদা সমর্থিত এই জঙ্গি বাহিনী।



দক্ষিণ প্যাসেফিক ফিজিতে এ ভিডিও প্রকাশ করা হয়।

এদিকে, সরকারি ফিজিয়ান বাহিনী আশা করছে, আটক ৪৫ জন শান্তিরক্ষী বাহিনীর সদস্যকে শিগগিরই মুক্ত করে দেওয়া হবে।

অপরদিকে, ভিডিওতে দেখা যায়, আটক শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা সুস্থ রয়েছেন।

ফিজির সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, ইসলামী জঙ্গি বাহিনী বুধবার তাদের দাবি প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু দিনের শেষের দিকে পরিস্থিতির অবনতি হওয়ায় শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা আর মুক্তি পাননি।

এদিকে, নুসরা ফ্রন্টের হাতে আটক শান্তিরক্ষী বাহিনীর একজন বলেছেন, আমরা বেঁচে আছি এবং নিরাপদে আছি। তারা (জঙ্গিরা) আমাদের ভালো অবস্থাতেই রেখেছে। তারা আমাদের কোনো ক্ষতি করেনি।

নুসরা ফ্রন্টের এক সদস্য এ তথ্য জানালেও ওই শান্তিরক্ষী বাহিনীর সদস্যের নাম প্রকাশ করতে রাজি হননি।

নুসরা ফ্রন্টের দাবি, জাতিসংঘের সন্ত্রাসী তালিকা থেকে তাদের নাম বাদ দিতে হবে। এ ছাড়া সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের সময় তাদের যে সব সদস্য নিহত হয়েছেন, তার ক্ষতিপূরণও দিতে হবে।

নুসরা ফ্রন্ট সিরিয়ার চলমান গৃহযুদ্ধে বিভক্ত জঙ্গি গোষ্ঠীর একটি গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।