ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রেস্তোরাঁর খাবার ঘরে মৃত সিংহ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
রেস্তোরাঁর খাবার ঘরে মৃত সিংহ!

ঢাকা: জমজমাট ব্যস্ত এক রেস্তোরাঁ। কেউ আরাম করে খাচ্ছেন, কেউ বা খাবার আসার অপেক্ষায়।

এই ফাঁকে ঘুরে আসা যাক খাবার ঘরে।

খাবার ঘর মানে তো খাবারের ঘর। সেখানে থাকবে লোভনীয় সব খাবার। রেস্তোরাঁর হিমঘরে ছড়ানো সবজি-মাংস। বেশকিছু কড়াইয়ে ওঠার অপেক্ষায়। ঝটপট রান্না হতেই সোজা চলে যাবে কাস্টমারের পাতে।

কিন্তু এ কী! হিমঘরে সবজি-মাংসের ঠিক পাশেই জবরদস্ত মৃত এক সিংহ! হ্যাঁ, ঠিকই পড়েছেন। তবে এটা নিশ্চয়ই আশা করেন নি!
lion_1
অদ্ভুত ঠেকলেও ঠিক এমনটি ঘটেছে ইংল্যান্ডের ওয়েস্ট সসেক্সের এক রেস্তোরাঁয়। সেখানকার স্বাস্থ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাপক ইয়ান ব্রাইটমোর নিয়মিত পরিদর্শনে গিয়ে মৃত সিংহের খোঁজ পান। তবে বিষয়টি যাতে তার শহরের বাসিন্দাদের মনে আতঙ্ক না ছড়ায়, এজন্য রেস্তোরাঁর নাম প্রকাশ করেন নি।

তবে এ ঘটনায় কোনো দোষ দেখেন নি রেস্তোরাঁ মালিক। তার দাবি, স্থানীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কুকুরের খাবার হিসেবে মৃত সিংহটি তাকে দিয়েছেন।

অবশ্য স্থানীয় কাউন্সিল রুল অনুযায়ী আলাদাভাবে হিমঘরে মৃত জীবজন্তু রাখার ছাড়পত্র আছে রেস্তোরাঁটির।
lion_2
স্বাস্থ্য নিয়ন্ত্রণ ব্যবস্থাপক ব্রাইটমোর জানান, বিষয়টি খুবই অদ্ভুত। যেহেতু মানুষের খাবারের সাথে মৃত সিংহটি রাখাছিল, এজন্য অবশ্যই এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।        

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।