ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মিউজিয়াম’ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
‘ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মিউজিয়াম’ উদ্বোধন

ঢাকা: ৯/১১ লিখতেই সবার চোখের সামনে ভেসে ওঠে দু’টো শব্দ, টুইন টাওয়ার আর বিমান হামলা। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর।

রোজকার মতোই একটি দিন। সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত।

বলা নেই কওয়া নেই, দু’দিক থেকে দুই বিমান আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জোড়া ভবনে। ভবন দু’টি টুইন টাওয়ার নামে পরিচিত।

প্রাণচাঞ্চল্যে ভরা ব্যস্ত শহরটি মূহুর্তের মধ্যেই হয়ে ওঠে মৃত্যু নগরী। প্রায় তিন হাজার নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পৃথিবীর আকাশ।    

বৃহস্পতিবার হৃদয়বিদারক এ সন্ত্রাসী হামলার ১৩ বছর পূর্ণ হলো। ২০০১ থেকে ২০১৪, শুধু সংখ্যার অদল-বদল নয়, এর মধ্যে বদলে গেছে অনেক কিছুই।

প্রথমবারের মতো চালু হচ্ছে ‘ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মিউজিয়াম’। নিহতদের কাল্পনিক ভাস্কর্যসহ হামলার বিভিন্ন গ্রাফিক ছবি থাকছে সেখানে। এছাড়াও, শনাক্ত করা যায়নি এমন নিহতদের দেহাবশেষ রেখে দিয়ে তৈরি করা হয়েছে স্মৃতিস্তম্ভ। প্রথমবারের মতো সেখানে স্মরণানুষ্ঠান করা হবে।

আরও থাকছে ব্যতিক্রমী এক আয়োজন। সাবেক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সমান উচ্চতার আলোকসজ্জা দিয়ে নিহতদের স্মরণ করা হবে। আলোকসজ্জার মাধ্যমে এই অভিনব স্মরণ, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত।

পাশাপাশি এদিন সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতদের স্মরণ করেন তাদের আত্মীয়-স্বজন, সাধারণ মানুষসহ দেশের রাজনীতিবিদরা।

এদিকে নতুন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাজ প্রায় শেষের দিকে। সঙ্গী ভবনটির অবস্থাও তাই। ঠিক আগের জায়গাতেই দীর্ঘদিন ধরে কাজ চলছিল নতুন টুইন টাওয়ারের।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।