ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওয়াজিরিস্তানে হামলায় ১৫ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
ওয়াজিরিস্তানে হামলায় ১৫ জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বিমান হামলায় কমপক্ষে ১৫ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। ডনের খবরে বলা হয়, রোববার তাবাঈ এলাকায় সেনাবাহিনীর যুদ্ধ হেলিকপ্টার থেকে এ বোমা হামলা চালানো হয়।



পাকিস্তানের আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতেও হামলার কথা বলা হয়েছে।  

হামলায় দশটি বিস্ফোরকবাহী যানবাহন ও পাঁচটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে।

গত ১৫ জুন থেকে চলমান সেনাবাহিনীর জার্ব-ই-আজব সামরিক অভিযানের অংশ হিসেবে রোববার এ হামলা চালানো হয়। অভিযানের আগে পাকিস্তান সরকার ও তেহরিক-ই-তালেবানের মধ্যে শান্তিচুক্তির চেষ্টা ব্যর্থ হয়।

আফগানিস্তানের সীমান্তবর্তী ওয়াজিরিস্তান তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত। জঙ্গিদের কারণে হাজার হাজার বাসিন্দা এলাকা ছাড়া হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।