ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্ত্রীকে আইফোন ৬ উপহার দিতে ৪৪ ঘণ্টা লাইনে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪
স্ত্রীকে আইফোন ৬ উপহার দিতে ৪৪ ঘণ্টা লাইনে! সংগৃহীত

ঢাকা:  ৪১ বছর বয়সী ডরিয়াস লডারস্কি সংসার নিয়ে ‘সিরিয়াস’ না এজন্য মাসখানেক আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনতে চিন্তিত হয়ে পড়েন বেচারা।

এরমধ্যেই খবর এলো বাজারে এসেছে আইফোন-৬। আইফোন আবার স্ত্রীর খুব পছন্দের। তাই আইফোনের সর্বশেষ সংস্করণ উপহার দিয়ে স্ত্রীর মন পাওয়া চেষ্টা করেছিলেন তিনি।

কিন্তু আইফোন-৬ কিনতে গিয়ে পড়লেন বিপদে। অ্যাপল স্টোরের সামনে লাইন আর শেষ হয় না। তিনিও নাছোড়বান্দা, আইফোন কিনে তবেই বাড়িতে যাবেন। বাজারে আসার প্রায় দুইদিন আগ থেকেই অপেক্ষা। অবশেষে টানা ৪৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে কাঙ্ক্ষিত আইফোনের দেখা মিলল তার। আর সবচেয়ে বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকে পোলিশ বংশোদ্ভূত লডারস্কি এখন সংবাদের শিরোনাম।  

তিনি বলেন,  স্ত্রীর ২১ বছরের সংসার ভেঙে স্ত্রী চলে গেছে। কারণ আমি সংসার সন্তান নিয়ে যথেষ্ট সিরিয়াস না। আমিও স্বীকার করছি আমার অনেক ভুল আছে। আমি তার কাছে ‘সরি’ বলতে চাই।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।