ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুর্কি সীমান্তে

আইএস অবস্থানে মার্কিন জোটের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
আইএস অবস্থানে মার্কিন জোটের বিমান হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: শনিবারও সিরিয়ার বিভিন্ন স্থানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী জোট।

জোটের জঙ্গি বিমানগুলো শনিবার দিনের শুরুতে তুর্কী সীমান্ত সংলগ্ন কুর্দি অধ্যুষিত কোবান এলাকায় আইএস এর বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম।

পাশাপাশি হামলা চালানো হয় আইএস এর স্বঘোষিত খেলাফতের রাজধানী সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রাকাতেও।

গত দুই সপ্তাহ ধরে কোবান ও এর আশপাশের এলাকায় কুর্দি যোদ্ধা ও আইএস বাহিনীর মধ্যে লড়াই চলছে। ইতোমধ্যেই কুর্দি যোদ্ধাদের হটিয়ে দিয়ে আইএস কোবানের আশপাশের বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে। তবে মূল শহর এখনও কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে। বিমান হামলার কারণে ওই এলাকায় আইএস এর অগ্রাভিযান বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

আইএস এর অভিযানের মুখে ইতোমধ্যেই তুরস্ক সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে ওই এলাকার ১ লাখ ৬০ হাজার কুর্দি।

কোবানের কুর্দি যোদ্ধাদের একটি সূত্র আল জাজিরাকে জানায়, বিমান হামলা শুরুর আগেই তারা এ ব্যাপারে অবহিত হন।   সকালে কোবানের নিকটবর্তী আলিশেরা গ্রামে শনিবার সকালে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তুর্কি সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি বর্তমানে আইএস এর নিয়ন্ত্রণে।

এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃ্ত্বাধীন কোয়ালিশন এখনও ওই এলাকায় বিমান হামলার ব্যাপ‍ারে কোনো মন্তব্য করেনি। ইরাক ও সিরিয়ায় আইএস অবস্থানে গত মঙ্গলবার থেকে হামলা চালানো শুরু করে মার্কিন নেতৃত্বাধীন আইএস বিরোধী জোট। যুক্তরাষ্ট্র ফ্রান্স ছাড়াও ওই জোটে অংশ নিয়েছে ৫টি আরব দেশ।

শনিবার আইএস এর স্বঘোষিত খেলাফতের রাজধানী সিরিয়ার রাকা ও এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি স্থানে জঙ্গি বিমান থেকে হামলা চালানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো। হামলা হয়েছে রাকার নিকটবর্তী তাবকা বিমান ঘাঁটিতেও। গত মাসে তুমুল লড়াইয়ের পর বিমান ঘাঁটিটি দখলে নিয়েছিলো আইএস এর যোদ্ধারা। এছাড়া আইএস এর একটি প্রশিক্ষণ কেন্দ্রে এবং তাদের একটি  চেকপয়েন্টেও শনিবার হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম।

উত্তরাঞ্চলের পাশাপাশি শনিবার সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশেও বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটস।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।