ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পেশোয়ারে বাসে বিস্ফোরণে নিহত কমপক্ষে ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
পেশোয়ারে বাসে বিস্ফোরণে নিহত কমপক্ষে ৭ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারে যাত্রীবাহী বাসে বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১১ জন।

বৃহস্পতিবার পেশোয়ারের বাজিদ খেল এলাকার রোহাত রোডে এ ঘটনা ঘটে। খবর ডন অনলাইন।

বোমা অপসারণ স্কোয়াডের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজ) শেফকাত মালিক জানান, বিস্ফোরণে ৫ কে.জি বোমা ব্যবহার করা হয়েছে।

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। ঘটনার পরপরই হতাহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালের মুখপাত্র জামিল শাহ জানান, সাতজন নিহত ও ১১ জন আহত হয়েছে। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।  

এই বিস্ফোরণের মাত্র কয়েকঘণ্টা আগে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা বি.খালিদ বাজওয়াকে লক্ষ্য করে  আত্মঘাতী হামলা হয়। তেহরিক-ই-তালেবানের (টিটিপি) হামলা থেকে সামান্যের জন্য বেঁচে যান খালিদ বাজওয়া।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।