ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের ওপর মুখোশধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
হংকংয়ে গণতন্ত্রপন্থীদের ওপর মুখোশধারীদের হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: মুক্ত গণতন্ত্রের দাবিতে হংকংয়ের রাজপথে কয়েক সপ্তাহ ধরে অবস্থানরত গণতন্ত্রপন্থীদের ওপর হামলা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

সোমবার এই দুর্বৃত্তরা পুলিশ ও রাজপথে অবস্থানরতে মাঝখানের ব্যারিকেড ভেঙে গণতন্ত্রপন্থীদের ওপর হামলা চালায়।



এতে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বর্তমানে সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। পুলিশ দুই পক্ষকে সংঘর্ষ থেকে বিরত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।  

এই সময় মুখোশধারী দুই ব্যক্তির কাছে অস্ত্র দেখা গেলে গণতন্ত্রপন্থীরা চিৎকার করে বলতে থাকেন, অস্ত্র, অস্ত্র, আটক করো, আটক করো। এরপরই পুলিশ মুখোশধারী ওই দুই ব্যক্তিকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।