ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ান সেনা অভিযানে শতাধিক শাবাব জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
কেনিয়ান সেনা অভিযানে শতাধিক শাবাব জঙ্গি নিহত

ঢাকা: সোমালিয়ায় কেনিয়ান সেনাবাহিনীর অভিযানে ‍আল শাবাব জঙ্গি গোষ্ঠীর শতাধিক সদস্য নিহত হয়েছে। বাসে হামলা চালিয়ে ২৮ অমুসলিমকে হত্যার পর শাবাবের বিরুদ্ধে এই সেনা অভিযানের খবর এলো।



কেনিয়ান ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটোকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সোমবার (২৪ নভেম্বর) এ খবর জানিয়েছে।

রুটো জানান, গত ক’দিনে কেনিয়ার সীমান্তবর্তী সোমালিয়ায় শাবাবের জঙ্গি ঘাঁটিতে দু’দফা অভিযান চালিয়ে তাদের অস্ত্র-সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে সশস্ত্র বাহিনী। একইসঙ্গে যে ক্যাম্প থেকে বাসে হামলার পরিকল্পনা করা হয়েছিল সেই ক্যাম্পটিও গুড়িয়ে দেওয়া হয়েছে।

যদিও এ অভিযানের কথা নাকচ করে শাবাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের সদস্যরা নিরাপদে আছে।

গত শনিবার (২২ নভেম্বর) কেনিয়ার উত্তরাঞ্চলে একটি বাস আটকে অন্তত ২৮ অমুসলিমকে হত্যা করে কুখ্যাত শাবাব জঙ্গিরা।

সংবাদ মাধ্যমগুলো জানায়, পূর্বাঞ্চলীয় নয়াহুরু শহরের একটি গির্জায় রোববার অর্চনা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সেনা অভিযানের ব্যাপারে সাংবাদিকদের জানান ডেপুটি প্রেসিডেন্ট।

কেনিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ অভিযানের কথা জানিয়ে দাবি করে, অভিযান চালিয়ে প্রায় ১১৫ শাবাব জঙ্গিকে হত্যা করেছে সেনাবাহিনী। কেনিয়া-সোমালিয়া সীমান্তে চালানো এ অভিযানে স্থল বাহিনীর পাশাপাশি ফাইটার জেটও অংশ নেয়।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।