ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফার্গুসনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
ফার্গুসনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছবি: সংগৃহীত

ঢাকা: শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। সেখানে পুলিশের সঙ্গে কৃষ্ণাঙ্গ বিক্ষোভকারীদের থেমে থেমে সংঘর্ষ চলছে।



মঙ্গলবার (২৫ নভেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করে।

এদিন ওই কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনকে গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তা নির্দোষ বলে জানিয়েছে দেশটির গ্র্যান্ড জুরি।

সিদ্ধান্তের কথা জানিয়ে রাষ্ট্রীয় প্রসিকিউটর রবার্ট ম্যাককুলচ বলেন, ঘটনার সম্পূর্ণ পর্যালোচনা করে গ্র্যান্ড জুরি এ সিদ্ধান্ত নিয়েছে।

তবে গ্র্যান্ড জুরির এ সিদ্ধান্তে ‘ব্যাপক হতাশ’ হয়েছে বলে জানিয়েছে কৃষ্ণাঙ্গ কিশোরের পরিবার। জুরির এ সিদ্ধান্তের পর ফার্গুসনের সেন্ট লুইয়ের রাস্তায় বহু বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।

হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ওবামা বিক্ষোভকারীদের আদালতের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জনগণ যাতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ-সমাবেশ করতে পারে, এ জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

চলতি বছরের গত ৯ আগস্ট স্থানীয় পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের গুলিতে মাইকেল ব্রাউন নামে ১৮ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহত হন। এরপর থেকে এ ঘটনার প্রতিবাদে ফার্গুসনে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।