ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফার্গুসনে আরো ২২০০ পুলিশ পাঠানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
ফার্গুসনে আরো ২২০০ পুলিশ পাঠানো হয়েছে

ঢাকা: যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যে ফার্গুসন শহরের উত্তপ্ততা থামছে না। কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন হত্যার বিচারকে কেন্দ্র করে অগ্নিগর্ভে পরিণত হয়েছে পুরো শহরতলি।

পরিস্তিতি নিয়ন্ত্রণে আরো ২ হাজার ২০০ পুলিশ পাঠানো হয়েছে।


ব্রাউনকে গুলি করে হত্যা করা শ্বেতাঙ্গ পুলিশ ড্যারেন উইলসনকে হত্যার দায়ে অভিযুক্ত না করার সিদ্ধান্তে ব্যাপক সহিংসতা শুরু হয় স্থানীয় সময় সোমবার রাতে। ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি পুলিশের গাড়ি ও বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।  


চলতি বছরের ৯ আগস্ট নিরস্ত্র ব্রাউনকে কয়েকবার গুলি করে হত্যা করে উইলসন। বিনা প্রয়োজনে গুলি করার অভিযোগ তুলে এলাকাবাসী তখনই এ নিয়ে প্রতিবাদ শুরু করে।  


ব্রাউন বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, এমন অভিযোগ তোলে বিক্ষোভকারীরা। ওই বিক্ষোভ কার্যত পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে।


গত সোমবার রায়ে গ্রান্ড জুরি জানায়, উইলসন আত্মরক্ষার্থে গুলি করার ফলে ব্রাউনের মৃত্যু ঘটেছে। সুতরাং উইলসন গুলি করার ঘটনায় নির্দোষ।  


বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।