ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোদির ফেসবুক পেজে হাসিনা-মোদি বৈঠকের ছবি

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
মোদির ফেসবুক পেজে হাসিনা-মোদি বৈঠকের ছবি

লন্ডন: নেপালের রাজধানী কাঠমান্ডুতে বসেছে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অষ্টাদশ আসর।

এ সম্মেলনের প্রথম দিন সাইড লাইনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বি-পক্ষিক বৈঠকের একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন মোদি।



প্রকাশিত ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উইথ পিএম শেখ হাসিনা ডিউরিং আওয়ার মিটিং। উই ডিসকাস এনহ্যান্সিং ইন্ডিয়া-বাংলাদেশ রিলেশন্স’।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের ছবিটিতে ইতোমধ্যে ১ লাখ ৫ হাজার লাইক ও ১ হাজার কমেন্ট পড়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও সার্কের অন্য শীর্ষ নেতাদের সঙ্গে নিজের বৈঠকের ছবিও মোদি তার ফেসবুকে প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই মোদি তার বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগামের ছবি নিয়মিতই প্রকাশ করছেন তার ফেসবুক পেজে। বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সার্ক নেতাদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকের ছবি প্রকাশ তার সেই ফেসবুক প্রচারণার সর্বশেষ সংযোজন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।