ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে ব্রিটিশ দূতাবাসের গাড়িতে হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
কাবুলে ব্রিটিশ দূতাবাসের গাড়িতে হামলা, নিহত ৫

ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাজ্যের দূতাবাসের গাড়িতে আত্মঘাতী হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে দূতাবাসের কর্মীসহ অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কাবুলের পূর্বাঞ্চলে এই হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।



হতাহতদের মধ্যে বেশিরভাগই পথচারী বলে জানিয়েছে স্থানীয় কিছু সংবাদ মাধ্যম।

এই হামলার দায় স্বীকার করে তালেবান জঙ্গিরা জানিয়েছে, মোটর সাইকেলে চড়ে যুক্তরাজ্যের দূতাবাসের গাড়ি লক্ষ্য করে এ বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সংবাদ মাধ্যমগুলো বলছে, রাজধানী শহরের পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার দু’দিন পর এই হামলার খবর এলো।

আগামী মাসে পশ্চিমা সামরিক জোটের বেশিরভাগ সদস্য আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে পশ্চিমাদের সৈন্য প্রত্যাহারের প্রস্তুতির মধ্যেই বেশ কিছু দিন ধরে হামলার পরিসর বাড়িয়ে দিয়েছে তালেবান জঙ্গিরা।

বাংলাদেশ সময়: ১৫৫৯  ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।