ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফার্গুসনের সেই বিতর্কিত পুলিশ কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
ফার্গুসনের সেই বিতর্কিত পুলিশ কর্মকর্তার পদত্যাগ

ঢাকা: প্রায় চার মাস আগে আমেরিকার ফার্গুসনে ১৮ বছরের এক কৃষ্ণাঙ্গ যুবককে গুলি করে হত্যাকারী পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন পদত্যাগ করেছেন।
স্থানীয় সময় শনিবার উইলসনের এ সিদ্ধান্ত খুব শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছেন তার আইনজীবী নেইল ব্রানট্রাগার।



বিতর্কিত ওই ঘটনার পর উইলসন প্রশাসনিক ছুটিতে ছিলেন।

কৃষ্ণাঙ্গ যুবক মাইকেল ব্রাউনকে হত্যাকারী ওই পুলিশ সদস্যকে ২৬ নভেম্বর অভিযোগ থেকে গ্র্যান্ড জুরি বোর্ড অব্যাহতি দিলে শহরজুড়ে দাঙ্গা দেখা দেয়।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।