ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আরব লিগের উদ্যোগে

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব যাচ্ছে জাতিসংঘে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব যাচ্ছে জাতিসংঘে আরব লিগের সাম্প্রতিক একটি বৈঠক

ঢাকা: নির্দিষ্ট সময়ের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উত্থাপন করতে যাচ্ছে আরব দেশগুলোর জোট আরব লিগ।

এই প্রস্তাব উত্থাপনে একমত হয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী জোটটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম।



আরব লিগের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হলেও কবে নাগাদ প্রস্তাবটি উত্থাপিত হতে পারে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ প্রসঙ্গে বলেন, আমরা অনন্তকাল অপেক্ষা করতে পারি না...ইসরায়েল আমাদের কর্তৃত্ব ছাড়া কর্তৃপক্ষ বানাতে চায়। আমরা এমন পুতুল হয়ে থাকতে চাই না।

তবে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব উত্থাপন করলে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রই ভেটো দেবে বলে মনে করা হচ্ছে।

অবশ্য, প্রস্তাবের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে জোর প্রচারণা শুরু করেছে আরব লিগ ও ফিলিস্তিনের মিত্ররা। এই প্রস্তাবের পক্ষে প্রচারণা চালাতে জোট প্রধান নাবিল আল-আরবির নেতৃত্বে কুয়েত, মৌরতানিয়া ও জর্দানকে দায়িত্ব দিয়েছেন আরব লিগভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য জর্দানের একটি সূত্র জানিয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই এই প্রস্তাব উত্থাপিত হতে পারে নিরাপত্তা পরিষদে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।