ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামা কন্যাদের ‘জাত নেই’ মন্তব্য

চাকরি যাচ্ছে সেই নারী রাজনীতিকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
চাকরি যাচ্ছে সেই নারী রাজনীতিকের ছবি: সংগৃহীত

ঢাকা: ওবামা কন্যাদের ‘জাত-শ্রেণি নেই’ মন্তব্য করে চাকরি খোয়াচ্ছেন সেই রিপাবলিকান নারী রাজনীতিক।

তাকে অপসারণ করার কথা বলে ডাকা হয়েছে বলে রোববার (৩০ নভেম্বর) জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি প্রভাবশালী সংবাদ মাধ্যম।



সম্প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার দুই কিশোরী মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়েন রিপাবলিকান দলের নারী রাজনীতিক এলিজাবেথ ল্যতেন। তিনি রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান স্টিফেন ফিঞ্চারের যোগাযোগ বিষয়ক পরিচালকও।

ল্যতেন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘তাদের (অনুষ্ঠানে) ন্যূনতম শ্রেণি বজায় রাখার চেষ্টা করা উচিত ছিল... তোমার মতো তোমার পোশাকই সম্মান পাওয়ার দাবি রাখে, কিন্তু বারের কোনো স্থান (বারে যাওয়ার পোশাক) এ সম্মান পাবে না। ’

তার এই মন্তব্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় তোলে।

তোপের মুখে পড়ে পরে এমন ‘হৃদয়বিদারী শব্দ’ ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন রিপাবলিকান এ নারী রাজনীতিক।

জানা যায়, গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে ‘থ্যাংকস গিভিং ডে’ উদযাপনের একটি অনুষ্ঠানে বাবার সঙ্গে ক্যাজুয়াল পোশাক পরে অংশ নেয় দুই কন্যা মালিয়া (১৬) ও শাসা (১৩)। সেই অনুষ্ঠানে অংশগ্রহণে তাদের পোশাক বাছাই নিয়েই কটূক্তি করেন ল্যতেন।

** জাত-শ্রেণি নেই ওবামা কন্যাদের!

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।